Fa7STfIARq5lyyRwm1KwSOo6ZoI

LIVE NEWS BROADCASTING FROM SSIT-LIFE

|| well come to S S Information Technology || <<< এস এস @ ইনফরমেশন টেকনোলজি: বিসমিল্লাহির রাহমানির রাহীম | পরম করুনাময় মহান আল্লাহতালার মেহেরবানীতে হযরত শাহ মুখ্দম (রহ ও হযরত শাহ রূপশ (রহ চিরনিদ্রায় শায়িত ভূমি, উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র এবং বাংলাদেশ এর একমাত্র শিক্ষা নগরী রাজশাহীতে ১লা জানুয়ারী ২০০৯ ইং সালে কম্পিউটার প্রশিক্ষণ, ডাটা এন্ট্রি, ওয়েব ডিসাইন & ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সিস্টেম সাপোর্ট এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে যাত্রা শুরু | সাড়া বিশ্ব যখন যুগ-উপযুগী তথ্য প্রযুক্তির খেলায় মেতে উন্নতির শীর্ষে তখন বাংলাদেশ তথা আমরা সবেমাত্র পুঁথিগত শিক্ষা এবং তার সাইনবোর্ড নিয়ে দিশেহারা | তারই ধারাবাহিকতায় আশির্বাদস্বরূপ যুগ-উপযুগী তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্হা চালু করেছে - এস এস ইনফরমেশন টেকনোলজি >>>

উদ্বোধন হলো দেশের বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক


উদ্বোধন হলো দেশের বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক, পৃথিবীতে এমন শপিং মল বাংলাদেশ ছাড়া অ্যামেরিকা এবং ক্যানাডায় আরও দুটি রয়েছে।
শুক্রবার উদ্বোধন হল বহুল প্রতীক্ষিত দেশের একমাত্র এবং এশিয়ার প্রথম আধুনিক সুবিধা সম্বলিত বিশাল শপিং মল যমুনা ফিউচার পার্ক। শুক্রবার দুই ধাপে এই শপিং মলের এন্টারটেইনমেন্ট এবং শপিং দুই ইউনিটের উদ্বোধন করা হয়। যমুনা ফিউচার পার্ক প্রকল্পের সম্পূর্ণ আয়তন প্রায় ১ লাখ ৫০ হাজার বর্গ মিটার।
 ভবিষ্যতে সম্পূর্ণ এলাকা জুড়ে নানান সেবামূলক সুবিধা যেমন, আধুনিক হাঁসপাতাল, পাঁচ তারকা হোটেল, এবং বাণিজ্যিক অফিস ভবন সংযুক্ত করা হবে।
প্রথমে উদ্বোধন করা হয় পার্কের ৭টি সিনেমা হলের সমন্বয়ে গড়া আধুনিক ও বিশ্ব মানের থিয়েটারের। নায়করাজ রাজ্জাক এর উদ্বোধন করেন। এদিকে প্রথম দিনেই এখানে মুক্তি দেয়া হয় ইমপ্রেস টেলিফিল্ম চলচ্চিত্র ‘মৃত্তিকা মায়া’।
অপরদিকে শপিং মল সহ অন্যান্য আউটডোর রাইড’স এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।


শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলেই দুপুর ১টা নাগাদ পার্ক এবং শপিং মলের ষষ্ঠ তলা সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় এই তলায় রয়েছে স্পোর্টস অ্যান্ড হেলথ কেয়ার, এন্টারটেইনমেন্ট, ফুড কোর্ট, চিলড্রেন প্লে জোন

উল্লেখ্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড- বিএনবিসি অনুসরণে নির্মিত ভবনটি রিখটার স্কেলে সাড়ে মাত্রার ভূমিকম্প প্রতিরোধে সক্ষম রাজধানী ঢাকার বারিধারা ডিপ্লোমেটিক এলাকার পাশে সুপ্রশস্ত প্রগতি সরণিসংলগ্ন এই পার্ক বাংলাদেশের গর্ব হিসেবে গড়ে উঠছে