উদ্বোধন হলো দেশের বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক, পৃথিবীতে এমন শপিং মল বাংলাদেশ ছাড়া অ্যামেরিকা এবং ক্যানাডায় আরও দুটি রয়েছে।
শুক্রবার উদ্বোধন হল বহুল প্রতীক্ষিত দেশের একমাত্র এবং এশিয়ার প্রথম আধুনিক সুবিধা সম্বলিত বিশাল শপিং মল যমুনা ফিউচার পার্ক। শুক্রবার দুই ধাপে এই শপিং মলের এন্টারটেইনমেন্ট এবং শপিং দুই ইউনিটের উদ্বোধন করা হয়। যমুনা ফিউচার পার্ক প্রকল্পের সম্পূর্ণ আয়তন প্রায় ১ লাখ ৫০ হাজার বর্গ মিটার।
ভবিষ্যতে সম্পূর্ণ এলাকা জুড়ে নানান সেবামূলক সুবিধা যেমন, আধুনিক হাঁসপাতাল, পাঁচ তারকা হোটেল, এবং বাণিজ্যিক অফিস ভবন সংযুক্ত করা হবে।
প্রথমে উদ্বোধন করা হয় পার্কের ৭টি সিনেমা হলের সমন্বয়ে গড়া আধুনিক ও বিশ্ব মানের থিয়েটারের। নায়করাজ রাজ্জাক এর উদ্বোধন করেন। এদিকে প্রথম দিনেই এখানে মুক্তি দেয়া হয় ইমপ্রেস টেলিফিল্ম চলচ্চিত্র ‘মৃত্তিকা মায়া’।
অপরদিকে শপিং মল সহ অন্যান্য আউটডোর রাইড’স এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।
শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান শেষ
হলেই
দুপুর
১টা
নাগাদ
পার্ক
এবং
শপিং
মলের
ষষ্ঠ
তলা
সর্বসাধারণের জন্য
খুলে
দেয়া
হয়। এই
তলায়
রয়েছে
স্পোর্টস অ্যান্ড হেলথ
কেয়ার,
এন্টারটেইনমেন্ট, ফুড
কোর্ট,
চিলড্রেন প্লে
জোন।
উল্লেখ্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড- বিএনবিসি অনুসরণে নির্মিত ভবনটি রিখটার স্কেলে সাড়ে ৭ মাত্রার ভূমিকম্প প্রতিরোধে সক্ষম। রাজধানী ঢাকার বারিধারা ডিপ্লোমেটিক এলাকার পাশে সুপ্রশস্ত প্রগতি সরণিসংলগ্ন এই পার্ক বাংলাদেশের গর্ব হিসেবে গড়ে উঠছে।