Fa7STfIARq5lyyRwm1KwSOo6ZoI

LIVE NEWS BROADCASTING FROM SSIT-LIFE

|| well come to S S Information Technology || <<< এস এস @ ইনফরমেশন টেকনোলজি: বিসমিল্লাহির রাহমানির রাহীম | পরম করুনাময় মহান আল্লাহতালার মেহেরবানীতে হযরত শাহ মুখ্দম (রহ ও হযরত শাহ রূপশ (রহ চিরনিদ্রায় শায়িত ভূমি, উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র এবং বাংলাদেশ এর একমাত্র শিক্ষা নগরী রাজশাহীতে ১লা জানুয়ারী ২০০৯ ইং সালে কম্পিউটার প্রশিক্ষণ, ডাটা এন্ট্রি, ওয়েব ডিসাইন & ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সিস্টেম সাপোর্ট এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে যাত্রা শুরু | সাড়া বিশ্ব যখন যুগ-উপযুগী তথ্য প্রযুক্তির খেলায় মেতে উন্নতির শীর্ষে তখন বাংলাদেশ তথা আমরা সবেমাত্র পুঁথিগত শিক্ষা এবং তার সাইনবোর্ড নিয়ে দিশেহারা | তারই ধারাবাহিকতায় আশির্বাদস্বরূপ যুগ-উপযুগী তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্হা চালু করেছে - এস এস ইনফরমেশন টেকনোলজি >>>

ইন্টারনেট জোট গঠিত হলো



ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ Internet.org নামের একটি সংগঠনের ঘোষনা দিলেন যার লক্ষ্য আগামি ৫০০ কোটি  জনসংখ্যাকে ইন্টারনেট এর আওতায় আনা বর্তমানে মাত্র ২৭০ কোটি  ইন্টারনেট ব্যবহার করছে বছরে যা শতকরা ভাগ হারে বারছে নতুন গঠিত Internet.org এর মতে এটা অনেকটাই ধীর গতিতে এগোচ্ছে
 নতুন গঠিত হওয়া Internet.org এর প্রাথমিক সদস্যরা প্রতিষ্ঠান হল, ফেসবুক, এরিকসন, মিডিয়া টেক, নোকিয়া, অপেরা, কোয়াল্কমও স্যামসাং। প্রতিষ্ঠানিটির লক্ষ্য বিভিন্ন প্রোজেক্ট এর মাধ্যমে নলেজ শেয়ার। এছাড়া, বিভিন্ন কোম্পানি সরকারকে একসাঙ্গে এনে নানা উদ্যেগের মাধ্যমে বাকি দুই তৃতীয়াংশের মধ্যে ইন্টারনেট এর ব্যবহার নিশ্চিত কর। প্রতিষ্ঠানটির প্রাথমিক সদস্যরা আশা করছে এর মধ্যে আস্তে আস্তে এনজিও টেকনোলজি বিশেষজ্ঞরা যুক্ত হবে
 মুলত ইন্টারনেটকে কম খরচের মধ্যে আনা, অল্প ডাটা ব্যবহার করে ওয়েবসাইট, নতুন সময়োপযোগী ব্যবসায়িক মডেল এর মাধ্যমে নতুন দেশে ইন্টারনেট নিয়ে আসা, নতুন সব অ্যাপ স্মার্টফোনের বিকাশ কে আরো সাধ্যের মধ্যে আনা হচ্ছে এই টি কোম্পানির প্রাথমিক লক্ষ্য নির্ধারন করা হয়েছে

হান্স ভেটসবারগ, এরিকসন এর সি বলেন. ‘গত ১০০ বছর ধরে আমরা কমিউনিকেশন নিয়ে নিরলস কাজ করে যাচ্ছি। ২০১৮ সালের মধ্যে বিশ্বে ৬০০ কোটির হাতে মোবাইল থাকবে এটাই  আমাদের নেটওয়ার্ক সোসাইটির লক্ষ্য। তাই Internet.org নিয়ে আমরা বেশ আশাবাদি