ফেসবুকের সিইও
মার্ক
জুকারবার্গ Internet.org নামের একটি
সংগঠনের ঘোষনা
দিলেন। যার
লক্ষ্য
আগামি
৫০০
কোটি
জনসংখ্যাকে ইন্টারনেট এর
আওতায়
আনা। বর্তমানে মাত্র
২৭০
কোটি
ইন্টারনেট ব্যবহার করছে। বছরে
যা
শতকরা
৯
ভাগ
হারে
বারছে। নতুন
গঠিত
Internet.org এর
মতে
এটা
অনেকটাই ধীর
গতিতে
এগোচ্ছে।
নতুন গঠিত
হওয়া
Internet.org এর
প্রাথমিক সদস্যরা প্রতিষ্ঠান হল,
ফেসবুক,
এরিকসন,
মিডিয়া
টেক,
নোকিয়া,
অপেরা,
কোয়াল্কমও স্যামসাং। প্রতিষ্ঠানিটির লক্ষ্য
বিভিন্ন প্রোজেক্ট এর
মাধ্যমে নলেজ
শেয়ার।
এছাড়া,
বিভিন্ন কোম্পানি ও
সরকারকে একসাঙ্গে এনে
নানা
উদ্যেগের মাধ্যমে বাকি
দুই
তৃতীয়াংশের মধ্যে
ইন্টারনেট এর
ব্যবহার নিশ্চিত কর।
প্রতিষ্ঠানটির প্রাথমিক সদস্যরা আশা
করছে
এর
মধ্যে
আস্তে
আস্তে
এনজিও
ও
টেকনোলজি বিশেষজ্ঞরা যুক্ত
হবে।
মুলত ইন্টারনেটকে কম
খরচের
মধ্যে
আনা,
অল্প
ডাটা
ব্যবহার করে
ওয়েবসাইট, নতুন
ও
সময়োপযোগী ব্যবসায়িক মডেল
এর
মাধ্যমে নতুন
দেশে
ইন্টারনেট নিয়ে
আসা,
নতুন
সব
অ্যাপ
ও
স্মার্টফোনের বিকাশ
কে
আরো
সাধ্যের মধ্যে
আনা
হচ্ছে
এই
৭
টি
কোম্পানির প্রাথমিক লক্ষ্য
নির্ধারন করা
হয়েছে।
হান্স
ভেটসবারগ, এরিকসন
এর
সি
ই
ও
বলেন.
‘গত
১০০
বছর
ধরে
আমরা
কমিউনিকেশন নিয়ে
নিরলস
কাজ
করে
যাচ্ছি। ২০১৮
সালের
মধ্যে
বিশ্বে
৬০০
কোটির
হাতে
মোবাইল
থাকবে
এটাই
আমাদের
নেটওয়ার্ক সোসাইটির লক্ষ্য। তাই
Internet.org নিয়ে
আমরা
বেশ
আশাবাদি।