অনলাইন
অর্থ
লেনদেন
সেবাদানকারী প্রতিষ্ঠান পেপাল। সম্প্রতি প্রতিষ্ঠানটি মোবাইল
ফোন
এর
মাধ্যমে টাকা
উত্তোলনে ফেস
ভেরিফিকেশন ব্যবস্থা আনল।
পেপাল একটি ইকমার্স ভিত্তিক প্রতিষ্ঠান। যারা ইন্টারনেটের মাধ্যমে অর্থ স্থানান্তর বা হাত বদল করতে সহায়তা দিয়ে থাকে। অনলাইনে অর্থ স্থানান্তরের এই পদ্ধতি গতানুগতিক অর্থের লেনদেন পদ্ধতি যেমন চেক বা মানি অর্ডার থেকে আলাদা। একটি পেপ্যাল একাউন্ট খোলার জন্য কোন ব্যাংকের একাউন্টের ইলেক্ট্রনিক ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড এর প্রয়োজন পড়ে। পেপ্যাল অনলাইন বিক্রেতাদের জন্য অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, এছাড়াও অনলাইন, নিলামের ওয়বসাইট, ও অন্যান্য বানিজ্যিক ওয়েবসাইট পেপ্যালের সেবা গ্রহণ করে যার জন্য পেপ্যাল ফী বা খরচ নিয়ে থাকে। বিভিন্ন ইকমার্স সাইট থেকে কেনা কাটা কিংবা অনলাইনে যে কোন বিল প্রদান, পেপাল সমর্থিত রেস্ট্রুরেন্ট এর বিল প্রদান কিংবা মার্কেটে কেনাকেটা করতে পেপাল এর একাউন্ট অনেক কার্যকরীও বটে।
পেপাল
সব
সময়
গ্রাহকদের স্বাচ্ছন্দের কথা
চিন্তা
করে
বলে
বিশ্বাস করেন
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষরা। পেপাল
ব্যবস্থা গ্রাহকদের জন্য
আরো
সহজ
করতে
মোবাইল
এর
মাধ্যমেও পেপাল
থেকে
অর্থ
লেনদেন
করা
যাবে।
পেপাল
অ্যাপে
লোকাল
নামে
একটি
ট্যাব
রয়েছে। এ
ট্যাবটির মাধ্যমে দোকান
বা
রেস্তোরাঁয় মোবাইল
ব্যবহার করে
পেপালের অর্থ
পরিশোধ
করা
যাবে।
সম্প্রতি অ্যাপটিতে ফেস
ভেরিফিকেশন ব্যবস্থা পরীক্ষা করে
দেখা
হয়েছে। যার
ফলে
পেপাল
থেকে
মোবাইল
এর
মাধ্যমে অর্থ
লেনদেন
আরো
সুরক্ষিত হল।
গ্রাহক
যখন
অনলাইনে অর্থ
চেক
ইন
করবেন
তখনই
দোকান
বা
রেস্টুরেন্ট পেপাল
অ্যাপে
গ্রাহকের নাম
এবং
প্রোফাইল ছবি
ভেসে
উঠবে।
ক্যাশিয়ার বা
দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কেবল
প্রোফাইল এর
ছবি
গ্রাহকের সাথে
মিলিয়ে ক্লিক
করে
লেনদেন
সম্পন্ন করতে
পারবেন।
পেপাল
গ্রাহক
এবং
সাধারণ
ব্যবসায়ীদের মধ্যে
আধুনিক
প্রযুক্তি দিতে
পেরে
সন্তুষ্ট। ভোক্তা
সাধারণ
যাতে
অর্থ
সংক্রান্ত বিষয়ে
নিরাপত্তাহীনতা না
ভোগেন
সেজন্যই এই
উদ্যোগ। উল্লেখ্য, সেবাটি
কেবল
পেপাল
সমর্থিত দেশ
এবং
ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে পাওয়া
যাবে।
বাংলাদেশে এখনো
পেপাল
তাদের
কার্যক্রম শুরু
করি
নি।
আশার
কথা
খুব
শিঘ্রই
পেপাল
বাংলাদেশে তাদের
কার্যক্রম শুরু
করতে
পারে।