Fa7STfIARq5lyyRwm1KwSOo6ZoI

LIVE NEWS BROADCASTING FROM SSIT-LIFE

|| well come to S S Information Technology || <<< এস এস @ ইনফরমেশন টেকনোলজি: বিসমিল্লাহির রাহমানির রাহীম | পরম করুনাময় মহান আল্লাহতালার মেহেরবানীতে হযরত শাহ মুখ্দম (রহ ও হযরত শাহ রূপশ (রহ চিরনিদ্রায় শায়িত ভূমি, উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র এবং বাংলাদেশ এর একমাত্র শিক্ষা নগরী রাজশাহীতে ১লা জানুয়ারী ২০০৯ ইং সালে কম্পিউটার প্রশিক্ষণ, ডাটা এন্ট্রি, ওয়েব ডিসাইন & ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সিস্টেম সাপোর্ট এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে যাত্রা শুরু | সাড়া বিশ্ব যখন যুগ-উপযুগী তথ্য প্রযুক্তির খেলায় মেতে উন্নতির শীর্ষে তখন বাংলাদেশ তথা আমরা সবেমাত্র পুঁথিগত শিক্ষা এবং তার সাইনবোর্ড নিয়ে দিশেহারা | তারই ধারাবাহিকতায় আশির্বাদস্বরূপ যুগ-উপযুগী তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্হা চালু করেছে - এস এস ইনফরমেশন টেকনোলজি >>>

এইচডি কোয়ালিটি ভিডিও চ্যাট এখন গুগলপ্লাসে



আমরা অনলাইনে কথা বলা ভিডিও চ্যাট করার জন্য সচরাচর স্কাইপ, ম্যাসেঞ্জার কিংবা গুগল টক ব্যবহার করে থাকে মাধ্যমগুলোতে ভিডিও কোয়ালিটি ভালো মন্দ দুই থাকি সম্প্রতি টেক জায়ান্ট গুগল ভিডিও হ্যাঙ্গআউটে এইচডি কোয়ালিটি সুবিধা দিবে

হ্যাঙ্গআউট, গুগল প্রদত্ত একটা ভিডিও চ্যাট সেবা হ্যাঙ্গআউট ভিডিও চ্যাট এর মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্তে অবস্থান করা ইন্টারনেট সংযোগ আছে এমন সর্বোচ্চ ১০ জন ব্যক্তির সাথে এক সাথে ভিডিও যোগাযোগ করা যায় এর জন্য একজন ইন্টারনেট ব্যবহারকারীর একটি গুগল+ একাউন্ট থাকতে হবে গুগল+ একাউন্ট যাদের আছে তারা প্রত্যেকে নিজেদের মধ্যে হ্যাঙ্গআউট ভিডিও চ্যাট করতে পারবে এই হ্যাঙ্গআউট এর আরো অনেক সুবিধা রয়েছে হ্যাঙ্গআউট শেয়ার অপশনের মাধ্যমে যে কোন ভিডিও অন্যদের দেখানো যেতে পারে, ইউটিউবে দেয়া যেতে পারে হ্যাঙ্গআউট এর মাধ্যমে ভিডিও কনফারেন্স ওয়েব সাইটেও এমবেড করে দেয়া যায় যাতে যে কেও চাইলে ওয়েব সাইট ভিজিট করার মাধ্যমে দেখতে পারেন গুগল এই সেবাটি চীন, থাইল্যান্ড এবং ভিয়েতনাম ছাড়া প্রায় সকল দেশেই দিয়ে থাকে
সম্প্রতি গুগল হ্যাঙ্গআউট সেবাটি আরো উন্নত করল। কিছু দিন আগেও হ্যাঙ্গআউট ছিল স্লো ইন্টারনেট উপযোগি। কিন্তু বর্তমানে গুগল এইচডি কোয়ালিটি ভিডিও পরিসেবাও দেয়া শুরু করেছে। যদিও উন্নত কোয়ালিটির ভিডিও এখনো স্বল্প পরিসরে থাকবে
উন্নত কোয়ালিটিতে হ্যাঙ্গআউট ভিডিও চ্যাট করতে হলে অবশ্যই এর উপযোগি হার্ডওয়্যার প্রয়োজন হবে। ভালো ওয়েবক্যাম দরকার হবে যা এইচডি কোয়ালিটিতে ভিডিও ধারণ করতে পারে। আবার এইচডি কোয়ালিটিতে চলার জন্য কম্পিউটার কনফিগারেশনও ভালো হতে হবে
গুগল পূর্বেকার ভিডিও কোডেক H.264 পরিবর্তন করেছে। কোডেকটির পরিবর্তে vp8 কোডেক ব্যবহার করেছে যা ওপেন সোর্স এবং বেশি ফিচার সমৃদ্ধ। গুগল এর পরিবর্তনটি ইতিবাচক চোখেই দেখছেন প্রযুক্তিবোদ্ধারা। তারা গুগলের হ্যাঙ্গআউট এইচডি সাপোর্ট কে সাধুবাদ জানিয়েছেন
তথ্যসূত্র: দি টেক জার্নাল